রেদোয়ান মাসুদ : জন্ম শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন মোড়ল কান্দি গ্রামে। তার শৈশব ও কৈশোর কেটেছে শরীয়তপুর ও মাদারীপুরের প্রত্যন্ত গাঁয়ে। মাছ ধরা, খেলাধুলা ও বাগান করা ছিল যার প্রিয় শখ অথচ এই ইট-পাথরের দেওয়ালঘেরা শহরে তাকে পেয়ে বসেছে লেখার জগতে। তবে শহরের এই যান্ত্রিক জীবনেও তাকে বারবার তাড়িয়ে বেড়ায় গ্রামের সেই মা ও মাটির গন্ধ। তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন। ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন পাঠকের হৃদয়ে। তার লেখায় ভালোবাসা, দেশপ্রেম, মানবপ্রেম, আবেগ, অনুভূতি ও বিরহ জড়ানো। তিনি জাঁকজমকপূর্ণ জীবনযাপনে ততটা আগ্রহী নন। তাই আধুনিকতার এই যুগে একেবারে সাধারণ জীবনযাপন করছেন।