বিষয় সমূহ
প্রকাশনী সমূহ
Authors Images

আল মামুন রাসেল

আইনজীবী, লেখক ও মোটিভেশনাল স্পিকার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন আল মামুন রাসেল। তিনি তার ক্ষুদ্র জীবনে নিজেকে সমাদৃত করেছেন বিভিন্ন কর্মকাণ্ডে। বর্তমানে তিনি লিগ্যাল সলিউশন চেম্বারের (এলএসসি) হেড অব চেম্বারস হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুমিল্লা জেলায় ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন ঢাবির সাবেক শিক্ষার্থীও। বাংলাদেশের অনেক আলোচিত মামলা সফলতার সঙ্গে পরিচালনা করেছেন তিনি। তার মধ্যে রয়েছে মেহজাবিন ও আরেফিন নিশুর বিরুদ্ধে প্রতিবন্ধীদের কটূক্তি মামলা, পরিচালক জসিম উদ্দিন ও মডেল তাসনিয়ার সাইবার মামলাসহ আরও অনেক। তিনি সাইবার ট্রাইব্যুনালে প্রচুর মামলা করেছেন এবং সাইবার অপরাধ ও সাইবার অপরাধে সাংবাদিকদের রক্ষাকবচ নিয়ে ৫০০ পাতার সাইবার ক্রাইমস ও সাইবার ল’ বইটি লিখেছেন। তিনি ১০ সদস্যবিশিষ্ট একটি আইনজীবী প্যানেল পরিচালনা করেন, যেখানে বিভিন্ন আলোচিত মামলা গবেষণা করা হয়। আল মামুন রাসেল তার চেম্বার থেকে মুক্তিযোদ্ধা, এতিম, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, অসহায় ও গরিব মানুষদের বিনা খরচে আইনি সহযোগিতা করে থাকেন। এই বিষয়ে বরগুনার মাদ্রাসা শিক্ষক ইসমাইল হোসেন বলেন, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের একটি মামলায় ১৩ বছর পর খালাস পেয়েছি, আল মামুন রাসেল স্যার মামলাটি বিনা খরচে করেছেন। এই পেশার পাশাপাশি তিনি তরুণদের মাঝে সৃজনশীলতা বিকাশে বিভিন্ন প্রোগ্রামে মোটিভেশনাল স্পিস দিয়ে থাকেন। তিনি বলেন, আইনজীবির পেশাটি মহৎ। এ পেশায় আপনাকে মানবিক হতে হবে। কারণ মানবিকতায় হলো আসল পরিচয়। মানুষের কল্যাণে কাজ করার মধ্যে পাওয়া যায় অফূরন্ত ভালোবাসা আর দোয়া। জাতীয় বিতর্ক সংগঠন বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দক্ষিণ এশিয়াভিত্তিক যুব সংগঠন সাউথ এশিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের (সায়া) সভাপতি পদে রয়েছেন। সম্প্রতি তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরাম কর্তৃক ওয়ার্ল্ড ডিপ্লোমেটি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং এর আগে ২০২২ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট কর্তৃক আন্তর্জাতিক ইয়ুথ কনফারেন্সে ও ২০১৮ সালে মালয়েশিয়ায় সালাম মালয়েশিয়া কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল বলিন্টিয়ার প্রোগ্রামে কি-নোট স্পিকার হিসেবে ইনভাইটেশন পেয়েছেন। তিনি এর পাশাপাশি আরও কিছু বই লিখেছেন, তার মধ্যে বি স্মার্ট স্পিকার ও বক্তা, বিতার্কিক ও উপস্থাপক হওয়ার বৈজ্ঞানিক কৌশল ইত্যাদি।

আল মামুন রাসেল এর বই সমূহ


বক্তা উপস্থাপক ও বিতার্কিক হওয়ার বৈজ্ঞানিক কৌশল

TK. 400 TK. 300