বিষয় সমূহ
প্রকাশনী সমূহ
Authors Images

আবু হানিফ

আবু হানিফ কুমিলা জেলার আদর্শ সদর থানার বানাশুয়া গ্রামের মানুষ। তাঁর পিতা জনাব ফখরুজ্জামান একজন সম্ভান্ত এবং আদর্শ শিক্ষক। বাবা চেয়েছিলেন, ছেলে আইনজীবী হবে, কিন্তু ছেলে হয়েছেন সাহিত্যের ছাত্র । আবু হানিফ বাংলাভাষা ও সাহিত্যে এম.এ। জনাব হানিফ যথার্থ সাহিত্য রস বিমুগ্ধ ব্যক্তি। অবিরাম পড়েন তবে লেখ্রেন কম । যখন লেখেন, যত্ন নিয়ে লেখেন। শিশুদের জন্য সাহিত্য রচনা তার নেশা। আদর্শ পাঠ্যবই সম্পাদনাতে তার ঝোঁক। দশটি শিশুতােষ বই লিখেছেন। মনে-প্রাণে বাঙালি, বাংলাদেশ তার কাছে পবিত্র মাতৃভূমি । মুক্তিযুদ্ধকে অন্তরে অন্তরে গেঁথে নিয়েছেন আবু হানিফ।

আবু হানিফ এর বই সমূহ


মানচিত্রে কেমন আমার বাংলাদেশ

TK. 300 TK. 270